গাংনীতে ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক-৩

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ৬০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যে রাতে উপজেলার কাজিপুর মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন,কুষ্টিয়া জেলার দৌলৎপুর মাষ্টার পাড়ার ফইমুদ্দীন মোল্লার ছেলে আব্দুল গনী (৪৫),লাউবাড়িয়া সাহেবপাড়ার কাবরান আলীর ছেলে মো: আব্দুল্লাহ (৩০) ও একই পাড়ার আজিত উল্লাহর ছেলে আব্দুল হামিদ (৫৩)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কাজিপুর মুন্সিপাড়া এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে এস আই অজয় কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এস আই অজয় কুমার কুন্ডু জানান, আটককৃতদের নামে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০ তাং ০৮.১০.২০২০ ইং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!