গাংনীতে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার। মাদক ব্যবসায়ী পলাতক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০ টায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়া থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,কাজিপুর খন্দকার পাড়ার জাবেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিজনুর রহমান তার বাড়িতে ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজানুর রহমান পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় মিজানুর রহমানকে আসামী করে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১ তাং ০১.১১.২০২০ ইং। মামলার পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!