গাংনীর কাজিপুরে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

আন্তার্জিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলার সিমান্তবর্তী কাজিপুর ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক কাজিপুর গ্রামের কৃতি সন্তান আমিনুর রহমান মিঠুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম,জেলা পরিষদ সদস্য প্রভাষক মো: মুনছুর আলী,রাজু আহমেদ, যুবলীগ নেতা আব্দুল আলিম, ইউপি সদস্য মনিরুল ইসলাম,মাজেদুল ইসলাম ,কাজিপুর ইউপি ছাত্রলীগের সভাপতি সুৃইট,জোয়াদ আলী,দীন ইসলাম।এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে মাহবুব আলীর নেতৃত্বে আরো ৩ জন রেফারির দায়িত্ব পালন করেন। কাজিপুর এলাকাবাসির আয়োজনে এ খেলায় বিভিন্ন জেলার ১০টি দল অংশ গ্রহন করে। সব শেষে হাড়াভাঙ্গাকে হারিয়ে বিজয়ী হয় কাজিপুর পরে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ খেলা দেখতে পার্শবর্তী বিভিন্ন জেলার দর্শকরা ভিড় জমায়। বিশিষ্ট সমাজ সেবক কাজিপুর গ্রামের কৃতি সন্তান আমিনুর রহমান মিঠু বলেন,সমাজ থেকে অনাচার,মাদক সন্ত্রাস দুর করতে খেলা ধুলার বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখতে প্রতিটা গ্রামে খেলা ধুলার আয়োজন করতে সকলের প্রতি আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!