গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমীক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শিক্ষা সুব্রত কুমার,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক আবুল কাশেম,সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন, যুবলীগ নেতা আল ফারুক, হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান,বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিয়া,চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম আদিল রুমেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।