গাংনীর বামুন্দীতে ভাবি হত্যার ঘটনায় দেবর গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর বামুন্দীতে মালা খাতুন হত্যার ঘটনায় তার দেবর ঘাতক আকরামুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার মমিনপুর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,বামন্দী চেরাগী পাড়ার সলেমান মিয়ার ছেলে ঘাতক আকরামুল হোসেন মমিনপুর ঘাট এলাকা দিয়ে পার্শবর্তী দৌলৎপুর উপজেলায় পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভবানীপুর পুলিশ ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোহাম্মদপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের বাড়ির খাটের তোষকের নীচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এদিকে মালা খাতুন হত্যার ঘটনায় তার চাচা শাহাদত হোসেন বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছে যার নম্বর -১৫, তারিখ ০৫/১১/২০ ইং।
গাংনী থানার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম জানান,গ্রেফতারের পর আকরামুল হোসেনকে আদালতে সোপর্দ করা হলে সে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলায় দ্রত সময়ের মধ্যে আদালতে চার্জশীট দাখিল করা হবে।
উল্লেখ্য : গত বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে আকরাম আলী তার তিন বছরের শিশু পুত্র তানজিমকে মারধর করছিলো। এসময় তার বড় ভাবি মালা খাতুন বাধা দিতে গেলে ধারালো ছুরি দিয়ে পেটে ঢুকিয়ে দেয়। এরপর স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ১২ ঘন্টার মধ্যে মালা খাতুনের ঘাতক আকরামুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় ও নিহতের স্বজনরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!