গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ক্লিনিক মালিকের বিরুদ্ধে মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার বামুন্দী করবি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দিকে বুধবার দিনভর নানা চেষ্টা তদবির করার পর রাতে মোটা অংঙ্কের টাকা বিষয়টি সমাধান হয়েছে বলে ঐ এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ক্লিনিক মালিক এ ঘটনা সাজানো বলে দাবি করলেও এ ঘটনার নানা কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। (অডিও ক্লিপটি প্রতিবেদনের কাছে রয়েছে)।
অডিও ক্লিপে ঐ মহিলার কন্দনরত অবস্থায় দাবি করেন,সিড়ি দিয়ে নামার সময় করবি ক্লিনিকের মালিক জাহিদুল ইসলাম বিদ্যুৎ জোর পূর্বক জড়িয়ে ধরে শ্লিলতাহানির চেষ্টা করে। বারবার অনুরোধ করার পরও ছেড়ে না দিলে তার ১৫ বছরের ছেলে ঘটনাটি দেখে।
আপা (বিদ্যুৎ এর স্ত্রী) আমাকে বিশ্বাস করে আপনি (জাহিদুল ইসলাম বিদ্যুৎ ) আমার সাথে এ ধরনের আচরন কইরেন না বলে পুনরায় কেঁদে উঠেন মহিলা কর্মচারী। এসময় অডিও ক্লিপে থেকে জানা গেছে,করবি ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুৎ এর স্ত্রী ঐ মহিলা কর্মচারীর কাছ থেকে বারবার ঘটনাটি জানার চেষ্টা করেন। এসময় জাহিদুল ইসলাম বিদ্যুৎ এর স্ত্রী ঐ মহিলা কর্মচারীকে বলেন এ ঘনাটি তার বাবা মা শশুর জেনে গেছেন। তবে ঐ করবি ক্লিনিকের মহিলা কর্মচারীর সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
তবে এ বিষয়ে কথা বলতে ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুৎ এর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
গাংনী উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি নুরুল হুদা বলেন,অর্থনৈতিক বিষয় নিয়ে ঐ মহিলা কর্মচারীর সাথে ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুৎ একটু ঝামেলা হয়েছে এটা জনৈক্য লাল্টু নামের এক ব্যক্তি ঘটনাটি রংচং মাখিয়েছে বলে ক্লিনিক মালিক কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। তবে মুল ঘটনাটি এখনও জানতে পারেন নি।
তবে লাল্টু জানিয়েছে,তাকে বাদ দিয়ে কয়েকজন বিষয়টি সমাধান করেছে বলে শুনেছেন তিনি। তবে তিনি এ বিষয়ে আর কোন কথা বলতে পারবেন না।
এ ব্যাপারে গাংনীর থানার ওসি বজলুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি,যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(আগামিকাল থাকছে জাহিদুল ইসলাম বিদ্যুৎ এর ক্রেডিট এন্ড কো অপারেটিভ জালিয়াতি ,জেল হাজতবাস ও ক্লিনিক সংক্রান্ত বিশেষ প্রতিবেদন)।