গাংনীর বামুন্দীর ফজলু ক্লিনিক মৃত্যুকুপ। সিজারিয়ানে আরেক গৃহবধুর মৃত্যু’ নিয়ে রহস্য

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ :

মেহেরপুরের গাংনীর বামুন্দী আল শেফা ক্লিনিক (ফজলু ক্লিনিক) মৃত্যুকুপে পরিনত হয়েছে। একের পর এক রোগীর মৃত্যু’র ঘটনা ঘটলেও ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষ রয়েছে ধরা ছোয়ার বাইরে। ভুল অপারেশনে মৃত্যু’র ঘটনায় ক্লিনিক সিলগালা করার দাবি এলাকাবাসির।
অনুসন্ধানে জানা গেছে,বন্যা খাতুন নামের এক গৃহবধু সিজারিয়ান অপারেশন করার পর মৃত্য হয়েছে। বন্যা খাতুন পার্শবর্তী হোসেনাবাদ এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ও মোহাম্মদপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
বন্যা’র মামা মিনারুল ইসলাম জানান,প্রায় ২ মাস পূর্বে বামন্দীর আল শেফা ক্লিনিকে (ফজলু ক্লিনিক) তার বোনের মেয়ে বন্যা খাতুনের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর তার একটি মেয়ে সন্তানের জন্ম হয়। অপারেশনের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন্যা’র পরিবার জানান, অপারেশনকারী চিকিৎসক ফজলুল হক বন্যা’র অপারেশনের জন্য রক্ত লাগবে বলে জানায়। সে মোতাবেক রক্তের মূল্যে পরিশোধ করা হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষ রক্ত সংগ্রহ না করেই অপারেশন করে। অপারেশনের পর বন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রত ঢাকায় নিতে বলে চিকিৎসক। পরে তাকে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্লিনিক কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ার কারনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
বামন্দীর আল শেফা ক্লিনিকের (ফজলু ক্লিনিক) মালিক নজরুল ইসলাম বলেন, বিষয়টি মনে নেই। ডাক্তার ভালো যানে। কোন ডাক্তার ভালো যানে জানতে চাইলে তিনি পরে দেখা হবে।
এ বিষয়ে কথা বলতে মেহেরপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ফজলুল হক বলেন,তিনি এ অপারেশন করান নি। করোনায় বন্যা’র মৃত্যু হয়েছে শুনেছি। তবে মাহি ক্লিনিক থেকে ফোন করার কারনে সেখানে বন্যাকে চিকিৎসা দিয়েছিলেন তিনি।
মাহি ক্লিনিকের মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন বলেন, বামন্দীর আল শেফা ক্লিনিকে (ফজলু ক্লিনিক) বন্যা’র অপারেশন করা হয়েছিলো। বন্যা অপারেশনের কয়েকদিন পর রক্ত শুন্যে শ্বাসকষ্ট জনিত কারনে চিকিৎসার জন্য এসেছিলেন। পরে অপারেশনের বিষয়টি জানতে পেয়ে ডা: ফজলুল হককে বিষয়টি অবগত করলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করে। পরে তার মৃত্যু হয়ে বলে শুনেছি।  মেহেরপুরের সিভিল সার্জ ডা: মো: নাসির উদ্দীন বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।  উল্লেখ্য : মেহেরপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ফজলুল হকের ভুল অপারেশনে গত শুক্রবার সন্ধ্যায় মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়ার দিনমুজুর সুরুজ আলীর মেয়ে সুরভী খাতুনের মৃত্যু হয়। গত বুধবার বিকালে বামন্দীর আল শেফা ক্লিনিকে (ফজলু ক্লিনিক) তার সিজারিয়ান অপারেশণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!