গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মোঃ আবুল হাসেম বিশ্বাস। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র মেয়র আহমেদ আলী,ভাইস চেয়ারম্যান রাশিদুল হক জুয়েল,ফারহানা ইয়াসমিন,মটমুড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।