গাংনীর রংমহল সীমান্তে ফেনসিডিল উদ্ধার। আটক ৩

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ৩০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে বিজিবি। বুধবার মধ্যে রাতে উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো খাসমহল গ্রামের তমাল মন্ডলের ছেলে জানারুল ইসলাম(৫১),রাধাগোবিন্দপুর ধলা গ্রামের আবু হোসেনের ছেলে হারুন অর রশিদ(২৮) ও একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মোমিনুল ইসলাম(২১)।
রংমহল বিজিবির ক্যাম্প কমান্ডার আইনাল হোসেন জানান,বিজিবির একটি টহলদল রাত দুইটার দিকে টহল শেষে ক্যাম্পে ফেরার পথে আটককৃতদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তারা মাদকের বিষয় স্বীকার করে। এসময় তাদের নিকট থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,বিজিবির দায়ের করা মাদক মামলার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান,অঅদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পরে তাদের কারাগারে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!