গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :
মেহেরপুর গাংনীর হাড়িয়াদহ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিশু বিশেষজ্ঞ একেএম শামছুল আলম লাবু,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন মাহফুজ্জামান রতন,গাইনী চিকিৎসক ইসরাত জাহান ইভা, ডেন্টাল সার্জন শামিমা আক্তার হীরা সহ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এসময় প্রফেসর রফিকুল ইসলাম, পরিবর্তনের মেহেরপুর গ্রুপের পরিচালক সমাজ সেবক সাইদুর রহমান সাঈদ,রফিকুল ইসলাম (ইউপি সচিব), মো: জালাল উদ্দিন, নাসির উদ্দিন মাস্টার, মেডিকেল কমিটি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুজ্জামান, সদস্য সচিব আশরাফুল আলম, সোহরাওয়ার্দি, আব্দুস সালাম, রবিউল ইসলাম, মো: আশিকুল ইসলাম সাগর,নাসির উদ্দিন, আবির হোসেন, ইয়ারুল ইসলাম, গাউসুল আজম, লিটন হোসেন, শফিকুল ইসলাম, সাব্বির হোসেন, নাসিম হোসেন, জুয়েল, ইয়ারুল ইসলাম, সুমন হোসেন, বিজয়, আব্দুল হাই, হৃদয়, তৌফিক হোসেন, মনির, জামিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাড়িয়াদহ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে অংশ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে অসহায় মানুষকে আর্থিক অনুদান, ঈদ বস্ত্র বিতরণ, অসহায় বিধবা মানুষের পাশে দাড়ানো, শিক্ষা সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এবং ধর্মীয় ও উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া ইত্যাদি।