গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে খোকন সভাপতি, মুকুল সম্পাদক নির্বাচিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি সভাপতি ও মখলেচুর রহমান মুকুল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দের মতামতের ভিত্তিতে রবিবার রাত ১০ টায় এ ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এরআগে দীর্ঘ ১৮ বছর পর সোমবার দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ পারভীন জামান কল্পনা ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি মকবুল হোসেন, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমূখ। সম্মেলনে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সম্মেলনের শুরুতে সামনে বসা নিয়ে হট্টগোল শুরু হলে অন্তত ৫ জন আওয়ামীলীগ কর্মী আহত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!