গাংনী নিউজ ডটকম:
আসন্ন মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
রোববার বিকালে সাহারবাটি ইউনিয়নের ধর্মচাকী ও ভোমরদহ গ্রামে গণ সংযোগ করেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
তিনি বিগত দিনে জনগণের পাশে ছিলেন উল্লেখ করে বলেন স্বল্প বরাদ্দের মধ্য দিয়ে তিনি গাংনীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের একত্রিত করে দলকে সুসংঘটিত করেছেন। যার ফলে গত সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।
আগামী নির্বাচনে তিনি আবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।