গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর দ্বিতীয় ধাপের এ তফশিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী গাংনী সহ দেশের ৬১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গাংনী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১। তফশিল ঘোষনার পরপরই প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।