গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন। এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী ইনসারুল হক ইন্সুর কাগজ পত্র ত্রæটি থাকায় বাতিল করা হয়। এছাড়া মেয়র প্রার্থী আওয়ামীলীগের আহম্মেদ আলী,বিএনপির আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরাইরা,সতন্ত্র বর্তমান মেয়র আশারাফুল ইসলাম, বর্তমান মেয়রের ছোট ভাই আনারুল ইসলাম সহ সকল কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।