গাংনী পৌর মেয়র ও কাউন্সিলর বৃন্দের অভিষেক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার সভাকক্ষে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতি বিদায়ী প্যানেল মেয়র মলিদা খাতুনের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন মেয়র আহমেদ আলী। আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। এসময় গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসিব সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী শামীম রেজা। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে নব-নির্বাচিত মেয়র আহমেদ আলী ও কাউন্সিলরবৃন্দ পৌরসভায় পৌছালে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের স্বাগত জানানো হয়। অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের মিজানুর রহমান,৪ নং ওয়ার্ডের আছাল উদ্দীন,৭ নং ওয়ার্ডের মকছেদ আলী ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!