গাংনী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর মুক্তাদির রহমান কাজল (৩৩) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বামন্দী পুলিশ ফাঁড়ির এ এসআই মোঃ শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে আটক করে। আটককৃত কাজল গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
গাংনী সূত্র জানায়,মুক্তাদির রহমান কাজলের বিরুদ্ধে ২০১৬ সালের ১১ মার্চ ঢাকার দারুস সালাম থানায় একটি মামলা হয়। এরপর ২০২১ সালে বিজ্ঞ অতিরিক্ত মোহানগর দায়রা জজ অস্টম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। ঐ মামলার রায়ের পর থেকে কাজল পলাতক ছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক পলাতক আসামী মুক্তাদির রহমান কাজলের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!