গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থী হাদিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ রেজাউল ইসলাম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আল জিহাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আহসান হাবীব।
অত্যন্ত জ্ঞানগর্ভ মূলক আলোচনা ও সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সে ব্যাপারে বিশদ আলোচনা এবং মাদ্রাসার যে সকল শিক্ষক এবং শিক্ষার্থী ইন্তেকাল করেছেন তাদের স্মৃতিচারণ ও সকলের রুহের মাগফেরাত কামনা করেন প্রধান অতিথি।
তিনি আরো বলেন,এই মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে এত চমৎকার আয়োজন কখনো হয়নি।এই অনুষ্ঠানি প্রতিবছর পালিত হলে আগামী প্রজন্ম নতুন কিছু শিখবে।প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
এ সময় মাদ্রাসার শিক্ষক মো: রুহুল আমিন, মো: রফিকুল ইসলাম,মো: আহসান হাবিবসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মোঃ রুহুল আমিন।