গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাথুলি গ্রামের নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর গাংনীর উপজেলার কাথুলী বিওপি‘র কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা মহিষ দুটি উদ্ধার করেন। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি )’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম রোববার (২৩ জুন) বেলা ১ টার সময় প্রেস নোট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাথুলী বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৩/৩-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীরপাড় নামক স্থানে ভোর রাতের দিকে মালিকবিহীন অবস্থায় মহিষ দুটি দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে মহিষ দুটি আনার সময় বিজিবির টহল দলের সামনে পড়ে। এতে মহিষের মালিক পালিয়ে যায়। উদ্ধারকৃত মহিষ দুটি কাথুলি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে।