গাংনী নিউজ টোয়েন্টিফৈার ডটকম :
গাংনীতে উপজেলা খাদ্যশষ্য সংরক্ষণ ও মনিটরিং কমিটির চলতি মৌসুমে আমন ধান ক্রয়ের ধান চাষীদের লটারী করা সম্ভব হয়নি। তালিকা তৈরীতে কৃষি অফিসের গাফিলতি ও সঠিক ও প্রকৃত ধান চাষীদের নামের তালিকায় গরমিল থাকায় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক এর প্রতিবাদের কারনে উপজেলার ৯ টি ইউপি ও পৌরসভার সর্বমোট ১ হাজার ৬৮৮ জন ধান চাষী বাছাইয়ে লটারী সম্পন্ন করা হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা খাদ্যশষ্য সংগ্রহ কমিটির সদস্যদের নিয়ে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহ বিষয়ক বিশ্লেষন করা ও প্রকৃত ধান চাষীদের নিকট থেকে ধান ক্রয়ের লক্ষ্যে লটারী করার সিদ্ধান্ত ছিল। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি এবং খাদ্য সংগ্রহ কমিটির উপদেষ্টা মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সাধারন সম্পাদক এমএ খালেক,জেলা প্রশাসক আতাউল গনির বিশেষ প্রতিনিধি জেলার কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন,গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবউদ্দীন আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান ,কৃষক প্রতিনিধি শহিদুল ইসলাম শাহ, ওসিএলএসডি মতিয়ার রহমান প্রমুখ। ডিসেম্বর মাসের ১২ তারিখে স্বচ্ছভাবে কৃষকদের তালিকা তৈরি করে ধান ক্রয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।