জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় গাংনীর প্রয়াসের সাফল্য

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় মেহেরপুরের গাংনীর এহসানুল হক প্রয়াস ৩য় স্থান অর্জন করেছেন। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের কর্মকর্তারা তার হাতে বৌঞ্চ পদক তুলে দেন। ভারোত্তোলন জিমন্যাসিয়ামে গত ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১ম ইয়্যুথ (অনুর্ধ্ব ১৭ বৎসর) এবং ৩য় জুনিয়র(অনুর্ধ্ব ২০ বৎসর) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এ খেলার আয়োজন করে। এছাড়া গাংনী মোয়াজ্জেম জিমন্যাষ্টিকের ১৬ জন খেলোয়ারের মধ্যে ১২ জন পদক লাভ করেন। এরমধ্যে ৪টা সোনা ৬টা রূপা ও ২টা তামা। এহসানুল হক প্রয়াস ভবিষ্যতে আরো ভালো খেলতে পারে এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মোয়াজ্জেম জিমন্যাষ্টিক ক্লাবের সদস্যদের এমন সাফল্য’ খুশি এলাকাবাসি। এহসানুল হক প্রয়াস চৌগাছা ৪ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সার্জেন্ট জুলফিকারুল হকের ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!