গাংনী:
মেহেরপুরের গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা সন্ত্রাস দমন আইনে মামলার সন্দেহভাজন আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান অ্যাডভোকেট একে এম শফিকুল আলম জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী আহসান হাবীব।
অ্যাডভোকেট শফিকুল আলমের আইনজীবী আহসান হাবীব জানিয়েছেন,৫ হাজার টাকা বন্ডে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।
এডভোকেট এ কে এম শফিকুল আলমের পক্ষে জামিন শুনানিতে শুনানিতে অংশ নেন অ্যাড. মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মতিন, এসএম ইব্রাহিম শাহীন, শাহরিয়ার মাহমুদ শাওন, আহসান হাবীব, রাকিবুল ইসলাম রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাসেল, রাশেদুল হক জুয়েল, সাথী বোস, রুতশোভা মন্ডল প্রমূখ।
গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রাক্তন উপজেলা চেয়ারম্যান শফিকুল আলমকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব-১২ গাংনী ক্যাম্প।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে রেজানুল হক ইমন বাদী হয়ে ধারা ২০০৯ সাল (সংশোধনী/২০১২) এর সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)/১০/১১/২/১৩ ধারায় বিজ্ঞ “সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে” ৩৭ জনের নামে মামলা, অজ্ঞাত আরো ১০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গাংনী থানার মামলা নং-১১, তারিখ-২০/০৮/২০২৪ ইং। মামলায় এম এ খালেক এজাহার নামীয় ও শফিকুল আলমকে অজ্ঞাত আসামী হিসেবে আদালতে প্রেরন করে ।
৩১/১০/২৪