গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুর জেলা পরিষদের গাংনী পৌরসভা ও রাইপুর ইউপি ওয়ার্ডের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেছেন রিাটনিং অফিসার ও জেলা প্রশাসক মো: আতাউল গনী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই করা হয়। এসময় সহকারী রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী সহ সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উপনির্বাচনে প্রার্থীরা হলেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: মজিরুল ইসলাম,গাংনী পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো: রাহিবুল ইসলাম ও ঠিকাদার আনারুল ইসলাম। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৪ জুলাই। সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন,২৫ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা : ২৮ জন। এর মধ্যে ১জন উপজেলা চেয়ারম্যান,১ জন মেয়র,১জন মহিলা ভাইস চেয়ারম্যান,১জন চেয়ারম্যান,১২জন কাউন্সিলর,১২ ইউপি সদস্য রয়েছে। উল্লেখ্য : জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য মজিরুল ইসলাম গত মার্চ মাসে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে পদত্যাগ করেছিলেন। একারণে পদটি শুন্যে হয়। গত ৩০জুন রবিবার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষনা করে। নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তফসিল ঘোষনা করা হয়।