গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮ বছর পর মেহেরপুর গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। ইতোপূর্বে কয়েক দফা সম্মেলনের দিন তারিখ নির্ধারন করা হলেও বিভিন্ন কারনে সম্মেলন করতে পারেনি আওয়ামীলীগ। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ মার্চ গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে উপজেলা শহরে পোষ্টার ব্যানার ও তোরনে ছেয়ে গেছে। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিষোদগার। আর এই বিষোদগারকে ঘিরে সহিংসতায় রুপ না নেয় এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি আইনশৃংক্ষলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছে ভোটাররা।
আওয়ামী লীগের সম্মেলনের দিন যতোই ঘনিয়ে আসছে, আলোচনা-সমালোচনা ততোই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পাড়া-মহল্লা, হাট-বাজার থেকে শুরু করে সর্বত্রই সম্মেলন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কে হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। কোন প্রার্থী যোগ্য, তার চুলচেরা বিশ্লেষণ ও সমালোচনাও চলছে উপজেলার অলিতে-গলিতে চায়ের দোকান গুলিতে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাকি সরাসরি ভোটের মাধ্যমে ঘোষণা করা হবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ-সম্পাদকের নাম এই নিয়ে জল্পনা-কল্পনা শেষ নেই নেতা-কর্মীদের। তবে ভোটাররা চাইছেন গণতান্ত্রিক উপায়ে ডেলিগেট কাউন্সিলরের ভোটের মাধ্যমে নির্বাচন করা হোক সভাপতি-সাধারণ সম্পাদক।
এদিকে সভাপতিক সাধারন সম্পাদক প্রার্থীদের মাঠে ময়দানে প্রচারণায় খুব একটা দেখা না গেলেও কেন্দ্রীয় নেতাদের লিংক-লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রক্ষার পাশাপাশি নেতাদের আস্থা অর্জনের সব রকম চেষ্টা করছেন প্রার্থীরা।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক পদে ১ ডজনের বেশি প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে হাতে গোনা কয়েকজন প্রতিদ্বন্দিতায় থাকছেন বলে অভিমত ভোটারদের।
সভাপতি পদে বর্তমান সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা: সাগর,সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম।
সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার,নজরুল ইসলাম,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল,সাবেক ছাত্রনেতা ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,সাবেক ছাত্রনেতা নুর হোসেন রিন্টু।
আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন পর কাউন্সিল অনুষ্ঠিত হবে এজন্য নেতাকর্মীরা উজ্জিবিত তবে প্রতি ৩ বছর পরপর সম্মেলন হলে নতুন নতুন নেতৃত্ব বের হয়ে আসবে যা দলকে শক্তি করতে বড় ভুমিকা রাখবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ২০ মার্চ সম্মেলন স্থগিত হওয়ার পাশাপাশি আহবায়ক কমিটি গঠন করা হবে মর্মে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্মেলন বন্ধের বিষয়ে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক বলেন,কেন্দ্র থেকে সম্মেলন বন্ধের জন্য মৌখিক ভাবে বলা হয়েছে। তবে এখনও লিখিত কোন চিঠি পাওয়া যায়নি।
উল্লেখ্য : কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বাক্ষরিত পত্রে মেহেরপুর পৌর ১৯,গাংনী উপজেলা ২০,২১ মেহেরপুর সদর উপজেলা ও ২২ মার্চ মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।
„‡