গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। শনিবার সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মসজিদের ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করেন। ঈদের আনন্দ অনেকটাই শ্লান করে দিয়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ও বন্যা। পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন ইমাম,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গাংনী বাজার জামে মসজিদের ইমাম মাৗলানা হাফেজ রুহুল আমি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী,শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভেতরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।