ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণের দাবিতে গাংনীতে মানববন্ধন

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ :

সমাজের সচেতনতা বৃদ্ধি এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করন সহ ৫ দফা দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদের সামনে মেহেরপুর জেলার সচেতন শিক্ষাথীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রউফ ইমন,পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক জয়,রাহুল মাসুদ তুহিন,স্টেট ইউনিভার্সিটির ছাত্র সালেক মাসুদ ও কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্র আবির হাসান সহ বিভিন্ন কলেজের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিক মূল্যেবোধের শিক্ষা। নারীদের জাগরনের সময় এসেছে তাই নারীর উপর যে কোন ধরনের নির্যাতন নিপিড়ন মেনে নেয়া হবেনা। ধর্ষকের দ্রত সময়ের মধ্যে ফাঁসি নিশ্চিত এবং পুলিশ বিভাগকে জোরালো ও সর্তক অবস্থান নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!