নানা সমস্যায় জর্জরিত গাংনীর সাবরেজিষ্ট্রি অফিস ভবন

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ :

নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনীর সাবরেজিষ্ট্রি অফিস ভবন। ছাদ থেকে খসে পড়া কংক্রিট আর পলেস্তারের হাত থেকে রক্ষা পেতে কর্মকর্তা কর্মচারী নকলনবিশ ও মহুরাদের তটস্থ থকতে হয়। ভবনটির ভগ্নদশা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোন সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
জানা গেছে, আশির দশকে উপজেলা পরিষদ গঠিত হওয়ার পর সাবরেজিষ্ট্রি ভবন নির্মান করা হয়। ভবন নির্মানের পর কমবেশি সংস্কার করা হলেও বর্তমানে ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল,খসে পড়ছে পলেস্তারা সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে চূইয়ে ভিতরে পানি পড়ে একাকার হয়ে যায়। এরই মধ্যে চলছে রেজিষ্ট্রি কার্যক্রম।
নকল নবীশ হাফিয আল আসাদ বলেন,বুধবার ২৩ জুন সাবরেজিষ্ট্রি অফিসের নীচে তার ব্যবহৃত মটরসাইকেল রাখা ছিলো। হঠাৎ পলেস্তারা ধসে গাড়ীর সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দ্রত সময়ের মধ্যে নতুন ভবন নির্মান কিংবা সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কয়েকজন মহুরা জানান,ভবনটি জরাজীর্ন হওয়ায় ভয়ভীতির মধ্যে তারা সাবরেজিষ্ট্রি অফিসে দলিল সম্পাদক করতে আসেন। মাঝে মধ্যে পলেস্তারা খুলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটে।
এই বিষয়ে সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, ভবনটি জন-সমাগম, রাজস্ব আহরণ, কর্মসংস্থান ও গুরুত্বের বিচারে প্রণিধানযোগ্য। দুঃখজনক হলেও সত্য, গত প্রায় চার দশকে এর যথাযথ সংস্কার না করার কারনে ভবনের বেহাল দশা। এছাড়া খাদ্য গুদামের পেছনে নতুন কার্যালয় ভবন নির্মাণের কথা থাকলেও আজও আলোর মুখ দেখেনি মন্তব্য করে করেন তিনি।
তিনি আরো বলেন, এই ভবনে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রকল্প অফিস রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগে হাত ধোয়ার বেসিন, পতাকা স্ট্যান্ড, সিঁড়ি, বারান্দা, এজলাস, কক্ষসমূহ টাইলসকরণ, ডিজিটাল সিরিয়াল সিস্টেম ডিসপ্লে­ স্থাপন, দরজা জানালা মেরামত সহ ভবনের ভেতর ও বাহিরে রঙ করা ইত্যাদি কাজ ভবনটির প্রায় ধ্বংসাবস্থাকে কিছুটা হলেও আড়াল করেছে।
রাস্তার দূর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন,সাবরেজিষ্ট্রি সহ অন্যান্য কার্যালয়ে আগত সেবা-প্রার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে উপজেলার ২য় প্রবেশপথ, যা সংস্কারে কেউ এগিয়ে আসেনি। কাঁদামাটির ছোয়া নিয়ে উপজেলায় প্রবেশ করতে হয় তাদের।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন,উপজেলা পরিষদের ২য় গেটের রাস্তার সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, ভবন সহ অন্যান্য বিষয়টি সূরহা করার জন্য ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!