নৌকার প্রার্থী আহমেদ আলীকে সংবর্ধনা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র আহমেদ আলীকে বরণ করেছে নেতা কর্মীরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সড়ক পথে গাংনীর চেংগাড়া এলাকায় পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে মটরসাইকেল শোভাযাত্রা করে সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেনের বাড়িতে এসে তার সাথে সৌজন্য সাক্ষাত করার পাশাপাশি দোয়া প্রার্থনা করেন। এরপর গাংনী বাজার বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র ও আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আহমেদ আলী। সাবেক ছাত্র নেতা সাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ সহ আওয়ামীরীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র আহমেদ আলী সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!