প্রতিহিংসার নির্মমবলি গাংনীর কৃষকের ৩ শতাধিক কলা গাছ

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ :

প্রতিহিংসার নির্মমবলি মেহেরপুরের গাংনীর চরগোয়ালগ্রামের কৃষক হাবিবুর রহমানের ৩ শতাধিক কলা গাছ। শনিবার দিবগত রাতের কোন এক সময় বালির খাদ নামক মাঠের গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পথে বসেছে কৃষক হাবিব উদ্দীন।
কৃষক হাবিবুর রহমান জানান,ধারদেনা করে কলাগাছ রোপন করা হয়েছিলো। গাছ গুলোকে মাতৃ স্নেহে রক্ষনাবেক্ষন করা হয়। প্রতিটা কলাগাছের সাথে পরিবারের সপ্ন জড়িত। বেঁচে থাকার একমাত্র অবলম্বন কলাগাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। অন্তত ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে তার। কলাগাছ কাটার সাথে করা জড়িত তা নিশ্চিত করে বলতে না পারলেও তদন্ত করে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।
স্থানীয়রা জানান,প্রায় প্রতি রাতেই কৃষকের বিভিন্ন ধরনের ফসল কেটে দিচ্ছে দুর্বৃত্তরা। ফসল কর্তৃনকারী দুর্বৃত্তদের চিহিৃত করে ব্যবস্থা না নিলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকরা।
গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন আহমেদ জানান,কলাগাছ কর্তনের ঘটনা দু:খ জনক ঘটনা। যে কোন কৃষকের ফলানো ফসল শুধু ঐ কৃষকই ভোগ করেনা না। উৎপাদিত ফসল দেশের মানুষের কিছুটা হলেও চাহিদা পুরন করে। তবে ক্ষতিগ্রস্থ কৃষক সহযোগিতা চাইলে আইনগত ও সার্বিক সহযোগিতা করা হবে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,কলাগাছ কর্তনের ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!