ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরপরই গাংনী বাজার বাসষ্টান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাংনী দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মসজিদ কমিটির সদস্য আনারুল ইসলাম বাবু,পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা,গাংনী দারুস সালাম জামে মসজিদের সভাপতি হাজী মুহাম্মদ মহসিন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন সহ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা মুসলমানদের ওপর নিপীড়ন, নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি করে বিশ্বের মুসলিমদের ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!