গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী সীমান্তে ১শ’৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার কাজিপুর বর্ডার পাড়া সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান,কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ১শ’৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্যে ১ লাখ ৭ হাজার টাকা। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।
চলছে।