বিদ্যালয় চলাকালিন সময়ে গাংনীর সকল শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের বিদ্যালয় চলাকালিন সময়ে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। সোমবার গাংনী উপজেলা আইশৃংখলা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবেনা। কোন শিক্ষার্থী যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তার মোবাইল ফোন জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন প্রতিটা স্কুলে কলেজে এ সংক্রান্ত আদেশ নামা আগামী বুধবারের মধ্যেই পৌছে দেয়া হবে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান বলেন,এ বিষয়টি শিক্ষা অফিসের পাশাপাশি বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা মনিটরিং করবে। গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,মাসিক আইনশৃংখলা সভায় যেহেতু সিদ্ধান্ত হয়েছে। তাই সকল অভিভাবককে এ বিষয়ে সতর্ক হতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই একটি মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীদের জীবন অন্ধকারে ঠেলে দেয়া যাবেনা। তাই স্কুলে মোবাইল ফোন আনা কোন ভাবেই বরদাস করা হবেনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!