বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় শনিবার সকাল ১১ টায় সীমিত পরিসরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা জেলা কনসালটেন্ট ডা: রফিকুল আলম, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক বুলবুল আহমেদ। পরে কৃতিত্বপূর্ন কাজের জন্য ৫জনকে পুরস্কার ও সনদ দেয়া হয়। পুরস্কার ও সনদ প্রাপ্তরা হলেন, পরিবার কল্যাণ সহকারী আঞ্জুমান আরা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুস্তাক আহমেদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে পুরস্কার প্রাপ্ত হন মটমুড়া ইউনিয়ন পরিষদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!