মাদক মামলায় গাংনীর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরে মাদক মামলায় সোহেল রানা (৩৫) নামের এক ব্যক্তি কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ওয়ালিউল ইসলাম এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত সোহেল রানা গাংনী উপজেলার ধানখোলা ইউপির আড়পাড়া গ্রামের জাফর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ এপ্রিল মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর রহমান গাংনী উপজেলার হিন্দা বিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ সোহেল রানাকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৭,সেশন ১৮৮/২১ । পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক খন্দকার শাহ আলম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সোহেল রানা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ২৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এবং আসামিপক্ষে অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!