গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মামলা প্রত্যাহারের দাবিতে মেহেরপুরের গাংনীতে অনশন করছেন অবসর প্রাপ্ত সেনা সদস্য মহিবুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় গাংনী বাজার বাসষ্টান্ডে তিনি অনশন শুরু করেন। মহিবুল ইসলাম গাংনী থানাপাড়ার ইব্রাহীম জোর্য়াদ্দারের ছেলে। তিনি বলেন,সামাজিক ভাবে হেয় করার জন্য তার নামে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত তিনি অনশন পালন করবেন তিনি।
তিনি আরো বলেন,গাংনী থানাপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে লিটন হোসেনকে মারধর করা হয়েছে মর্মে ৪জনকে আসামী করে মেহেরপুর সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি আমলে নিয়ে থানা গাংনী থানাকে নথিভুক্ত করার নির্দেশনা দেয়া হয়। সে মামলায় মহিবুলকে ৪ নং আসামী করা হয়েছে বলে তিনি জানান। গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান,মামলাটি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।