গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের মুজিবনগরে ৩জন সাংবাদিকের নামে ২০ লাখ টাকার মানহানীর মামলা করা হয়েছে। গত ২৫ মার্চ বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রকিব সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে টিসিবি পণ্য উত্তোলন করেছে এমন সংবাদ প্রকাশের জেরে গত বৃহস্পতিবার মেহেরপুর বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলার আসামীরা হলেন, দৈনিক মাথাভাঙার মুজিবনগর উপজেলা প্রতিনিধি শেখ শফি, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শাকিল রেজা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রতিনিধি সোহাগ মন্ডল।
মামলার এজাহারে ইউপি সদস্য আব্দুর রকিব দাবি করেছেন, তিনি সামাজিক ধর্মীয় সহ অন্তত ১৫ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন কিন্তুু আসামীরা সম্মানের ক্ষতি করার জন্য অসত্য সংবাদ প্রকাশ করেছে। এজন্য তিনি পেনাল কোডের ৫০০ ও ৫০১ ধারায় ২০ লাখ টাকার মানহানীর মামলা দায়ের করেছেন। মামলাটি কুষ্টিয়া পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমাদানের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে মুজিবনগরের তিনজন সাংবাদিকের নামে অসত্য মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি করেছে সাংবাদিকরা।