গাংনী নিউজ ডটকম:
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার জয়পুর সীমান্তে তাঁরকাটার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত জানান,জয়পুর সীমান্তের ৮৬/৩এস পিলারের নিকট অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নেয়া হবে।
তিনি আরো বলেন,অজ্ঞাত ব্যক্তির হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার রহস্য উৎঘটন করা সম্ভব হবে।