মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন গাংনীর সাত কৃতি শিক্ষার্থী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর সাতজন কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
কৃতি শিক্ষার্থীরা হলেন, গাংনী মহিলা কলেজ পাড়ার আক্তারুজ্জামানের মেয়ে মোছাঃ তাসনিয়া জামান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা, পলাশীপাড়া গ্রামের মোঃ সাজ্জাদ ইউসুফ রাঙামাটি মেডিকেল কলেজ, মিনাপাড়া গ্রামের মো:ইউসুফ আলীর ছেলে মাসফিকুর রহমান মাফি রাজশাহী মেডিকেল ও ভাবানীপুর গ্রামের প্রবাসী জামাল উদ্দীনের মেয়ে সাদিয়া সিদ্দিকী সোনিয়া বরিশাল সরকারি মেডিকেলে, মোহাম্মদপুর গ্রামের সহকারী শিক্ষক মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ বেলায়েত হোসেন ইমন কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুমারীডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে পিয়াস দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে ও হাড়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের ছেলে আব্দুছ ছবুর চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!