মেহেরপুরে করোনা আক্রান্তে ৩ মুক্তিযোদ্ধা সহ ৪জনের মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরে করোনা আক্রান্তে ৩ মুক্তিযোদ্ধা সহ ৪জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের তাদের মৃত্যু হয়। দুজনের মৃত্যু হয় নিজ নিজ বাড়িতে। মৃতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত(৭০), গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের নাজের আলী(৬৫),বামুন্দীর রওশন আলী (৭০) ও মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার. শাম্মি আক্তার রানি(৪৫)।
সিভিল সার্জন মো: নাসির উদ্দীন জানান,সচেতনতার অভাব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারনে প্রতিদিনই করোনা আক্রান্তের পাশাপাশি মৃত্যু’র সংখ্যা বাড়ছে। এদিকে জেলা ও উপজেলা প্রশাসের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার শেষে নিজনিজ এলাকায় দাফন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!