গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফাতেমা খাতুন (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাতেমা খাতুন মেহেরপুর সদর উপজেলার মায়ামারি গ্রামের বাসিন্দা।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম জানান, সর্দি কাশি,জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফাতেমা খাতুন মেহেরপুর জেনারেল হাসপতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,ফাতেমা খাতুনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার করোনা আক্রান্ত ছিলো কিনা নিশ্চিত হওয়া যাবে। এদিকে মুজিবনগরে বিপাশা নামের এক স্কুল ছাত্রী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে করোনা উপসর্গ নিয়ে বিপাশার মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।