মেহেরপুরে ছাত্রদলের সাত ইউনিটের আহবায়ক কমিটি গঠন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলার সাত ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১ টায় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য নিশ্চিত করা হয়েছে। নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক ও ফজলে রাব্বিকে সদস্য সচিব করে মেহেরপুর সদর উপজেলা,নাজমুল খাঁনকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান কাজলকে সদস্য সচিব করে গাংনী উপজেলা,আকিব জাভেদকে আহবায়ক ও আজিজুর রহমানকে সদস্য সচিব করে মুজিবনগর উপজেলা,তৌফিক এলাহীকে আহবায়ক ও জারজিস ইউসুফ রকিমকে সদস্য সচিব করে মেহেরপুর পৌর,রেজাওয়নুল হক ইমনকে আহবায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব করে গাংনী পৌর,ফাহিম আহনাফ লিংকনকে আহবায়ক ও তামিমুল ইসলামকে সদস্য সচিব করে মেহেরপুর সরকারী কলেজ,জুনাইদ আহমেদকে আহবায়ক ও স্বপন আলীকে সদস্য সচিব করে গাংনী সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিকে আগামি দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে। গঠিত ৭ কমিটির আহবায়ক, যুগ্ন আহবায়ক, সদস্য সচিব ও সদস্যরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!