গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের পাশে পড়ে থাকা বোমাটি তৃতীয় দিনে নিস্ক্রিয় করল ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম বোমা বিশেষজ্ঞ দল। শনিবার সকাল সাড়ে দশটার সময় ইলেকট্রিক ডিভাইস যুক্ত বোমাটি নিস্ক্রিয় করা হয়। বোমা বিশেষজ্ঞ দলটির নেতৃত¦ দেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর ইসরাফিল হোসেন ভূঁইয়া। সকালে ঘটনাস্থলে এসে ডিভাইজযুক্ত বোমাটি পর্যবেক্ষণ করে পরবর্তীতে তারা এটি নিস্ক্রিয় করে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হোসেন জানান, তিন দিন ধরে ঘিরে রাখা ডিভাইস যুক্ত বোমা সাদৃশ্য বস্তুটি আজ সকালে কাউন্টার টেরোরিজম ইউনিট নিস্ক্রিয় করেন। তিনি দাবি করেন এটি বোমা ছিল না আতঙ্ক সৃষ্টির জন্য ডিভাইস দিয়ে কেউ রেখে গেছে। যে চিরকুট পাওয়া গেছে আনসারুল ইসলাম দলের নামে সেগুলো নিয়ে পুলিশের একাধীক দল তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের পাশে একটি ব্যাগের মধ্যে ডিভাইজ যুক্ত বোমা পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বোমাটি ঘিরে রাখে।