মেহেরপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু। আহত-৪

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৪৭) নামের এক শ্রমিকের মৃত্যু ও চার শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। জিয়ারুল ইসলাম উজলপুর গ্রামের দিদার আলীর ছেলে।
নিহতের ছেলে শাকিল আহমেদ জানায়,তার বাবা সহ ৫জন শ্রমিক দবুখোলা মাঠে জনৈক্য আসানুর আলীর জমিতে ধানের চারা রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই তার বাবা জিয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। এসময় ৪জন আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানান, জিয়ারুল ইসলাম শ্রমিকের কাজকর্ম করে সংসার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো। পরিবারের একমাত্র উপার্জনকারী জিয়ারুল ইসলামের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে পরিবার। সরকারী ভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি করেছে নিহতের স্বজনরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!