গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা ও গভীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খোকসা গ্রামের নুর ইসলামের স্ত্রী ছিতারন খাতুনকে (৪৭) ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ কামড় দিলে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গভীপুর গ্রামের ফকির মহাম্মদ আলীর ছেলে জালাল উদ্দীনকে (৫৮)নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে জালাল উদ্দীনকে কামড় দেয়। পরে সাপ দেখতে পেয়ে তার কাছে থাকা টর্চ লাইট দিয়ে সাপটি মেরে ফেলার পরপরই সে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে। তবে মৃতের স্বজনরা দ্রত হাসপাতাল গুলোতে অ্যান্টিভেনম (সাপে কাটা রুগীর ঔষধ) সরবরাহ করার আহবান জানিয়েছেন।