গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
তৃতীয় ধাপে মেহেরপুরের গাংনীর ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। শুক্রবার রাত ১০ টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী কাজিপুর ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার,ষোলটাকায় মো: দেলবার হোসেন,ধানখোলায় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও রায়পুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। অপরদিকে সদর উপজেলার বুড়িপুতা ইউপিতে বর্তমান চেয়ারম্যাম শাহজামাল ও কুতুবপুরে সাবেক চেয়ারম্যান ইদ্রীস আলী মাষ্টার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন।
এর আগে বিকাল ৪টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।