মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সিদ্ধান্ত ক্রমেস্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। একই সাথে মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজজুল হক সোহেল স্বাক্ষরিক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন।
উল্লেখ্য : গত ৩রা ফ্রেব্রæয়ারী ২১ এ মেহেরপুর জেলা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিতাদেশ আরোপ করে।
এদিকে মেহেরপুর জেলা ও মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও খুলনা বিভাগীয় টিমের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অতীতের ন্যায় মেহেরপুর জেলা ছাত্রদল ছাত্রসমাজের অধিকার আদায়ে ও দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচী সফল করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!