ফারুক আহমেদ,গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
ঘুষ ও তদবির ছাড়া শুধু সরকার নির্ধারিত ফি ১০০ টাকায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রচারণা চালাচ্ছেন মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মো: মুস্তাফিজুর রহমান। ঘুষ ছাড়া পুলিশে চাকরি হয় না, সাধারণ মানুষের এই ধারণা পাল্টে দিতে নানা উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার মো: মুস্তাফিজুর রহমান। পুলিশ সুপার মো: মুস্তাফিজুর রহমানের এই ঘোষণা ইতিমধ্যে সাড়া ফেলেছে চাকুরী প্রত্যাশী ও বিভিন্ন মহলে। আগামী ২৪ জুলাই মেহেরপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৯জন। এদিকে পুলিশ সুপারের পক্ষ থেকেও এই দালালদের ধরতে ফাঁদ পেতে রাখা হয়েছে। চাকুরী পেতে কোন প্রকার লেনদেন না করার আহবান জানিয়েছেন তিনি। পুলিশ সুপার বলেন, আমি দেখিয়ে দিতে চাই যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশ বিভাগে চাকরি হয়। যোগ্যতা ও মেধার ভিত্তিতে কনস্টেবল পদে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মো: মুস্তাফিজুর রহমান।