গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি পদের বৈধতা হারিয়েছেন। তিনি আর রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামীলীগকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এছাড়া তিনি তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।