গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
সরকারী কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধার দাবিতে মেহেরপুরের গাংনীতে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে কর্মবিরতি পালন করে তারা। এসময় পৌরসভার বিভিন্ন কাজে আসা সাধারন মানুষ চরম দূর্ভোগে পড়ে। এসময় গাংনী পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মো: আজিজুল হক ও সাধারন সম্পাদক এনামুল হক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। গাংনী পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, কর্মসূচিতে বক্তারা বলেন, সংবিধানের সংবিধানের ৫৯(১) ও ৫৯(২) অনুচ্ছেদ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১২৬ ধারা অনুযায়ী দায়িত্বাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ও বৈষম্য নিরসনকল্পে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রবর্তন করাসহ সরকারের রাজস্ব তহবিল হতে প্রদান করা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। বক্তারা আরো বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ১২ থেকে ৩৬ মাস পর্যন্ত বেতনভাতা হয় না। ফলে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। ছেলেমেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সংসার চালাতে হিমশিম খেতে হয়। সরকারি কোষাগার থেকে বেতনভাতা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।