সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গাংনী ও মেহেরপুরে মানববন্ধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, তার নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের সর্বস্ততের সাংবাদিকরা। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব ও গাংনী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল রিাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হচ্ছে।প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক আবারও সেই কালো ইনের শিকার। শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি ৬ ঘন্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। অবিলম্বে রোজিনার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য,সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আলামিন হোসেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,সাধারন সম্পাদক নুরুজ্জামান পাভেল,সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন,হারুন অর রশিদ রবি,সাহাজুল ইসলাম সাজু সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে গাংনী উপজেলা সুজনের উদ্যোগেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলকুড়ি অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এদিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন,সাধারন সম্পাদক আতিক স্বপন সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!