গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী পৌরসভার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে নতুন পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেয়র মেয়র আহমেদ আলী। এসময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন, ২নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সামিউল ইসলাম, ৪নং ওয়ার্ডের আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ডের আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ডের নাসির উদ্দীন, ৭নং ওয়ার্ডের মকছেদ আলী, ৮নং ওয়ার্ডের হাফিজুল ইসলাম ও ৯ নং ওয়ার্ডের রাশিদুল ইসলাম খোকন,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফিরোজা খাতুন, ঝর্না বেগম ও সাজেদা খাতুন,পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শামীম রেজা সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র আহমেদ আলী বলেন, পৌরসভার প্রথম সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী নাগরিকদের জন্য ফ্রি করে দেয়া হয়েছে। এখন থেকে পৌরসভার নাগরিকবৃন্দ টাকা ছাড়াই নাগরিক সনদ নিতে পারবেন। সেবা মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে হবে। নাগরিকরা যেন হয়রানির শিকার না হয় এজন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। অর্পিত দায়িত্ব পালনে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহমেদ আলী।